ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার

ডিএসবি নিউজ
মার্চ ১১, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার


তানিয়া সুলতানা মুন্নি, চট্টগ্রাম:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত ২টার দিকে কোতোয়ালী ও বাকলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কোরবানীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে মো. গোলজার হোসেন (৫৮) ও মো. আনোয়ার হোসেন (৪৮) নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলা নং- ৯৪/২৫ (বাকলিয়া) অনুযায়ী অভিযোগ রয়েছে। মামলার বাদী মো. ইলিয়াছের অভিযোগ, গত ৪ আগস্ট বিকেল ৪টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্পের সামনে সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকার-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ দুষ্কৃতকারীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে।

মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলায় বাদীর ডান হাতে গুরুতর রগ কাটা জখম হয় এবং নিরাপত্তার অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে বাধ্য হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত গোলজার হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপির ১৯ নং ওয়ার্ড কার্যালয় ভাঙচুর, ছাত্রদলের এক নেতাকে হত্যার চেষ্টায় মারধর, চুরি ও হত্যার মতো অপরাধের মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় আরও আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।