ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

ডিএসবি নিউজ
মার্চ ১৬, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম),
চট্টগ্রামের রাউজান থানায় রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমর উদ্দিন (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে হলদিয়া আমির হাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কমর উদ্দিন একই থানার উত্তর সত্তা ২ নম্বর ওয়ার্ড মনু পেটান তালুকদার বাড়ির হাজী মোহাম্মদ আলীর ছেলে।  
তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। কমর উদ্দিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রাউজান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রায়হান মিয়া বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, শনিবার তারাবির নামাজের পর হলদিয়া আমির হাটবাজারে অফিস কক্ষের ভিতরে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থল থেকে কমর উদ্দিনকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগে মরদেহ ঘরে রাখা হয়েছে।
এমএসএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।