নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার একটি অভিযানিক টিম বৃহস্পতিবার ( ২০ মার্চ)রাত ২: ১৫ ঘটিকায় সময় নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল জুম্মা আটির একটি বসত ঘর হতে ১ কেজি গাজা সহ
দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন আশুরাইল গ্রামের ইউনুছ আলীর পুত্র রহমত আলী (৫৮) ও রহমত আলীর স্ত্রী নুরজাহান বেগম(৪৫)।সম্পর্কে তারা স্বামী স্ত্রী।
নাসিরনগর থানার অভিযানিক টিম পরিচালনা করেন
এসআই(নিরস্ত্র)/মোঃ মনিরুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ মাসুদ মিয়া ও সঙ্গীয় ফোর্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন,
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।