মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মান করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮জনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ই মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে মধুপুর পৌর শহরের উত্তর মাস্টার পাড়া এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে বলে জানা যায়।
আহত মুন্নি জানান, তারাবি নামাজের পর জানতে পারি এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের জমিতে ঘর উঠাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দিলে তারা আমাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। আমাকে বাচাতে মা বাবা ভাই বোন ছুটে এলে হাবিব, সহিদ, হায়দার, হিরন, হারুন সহ আরও ২০/৩০ জন সন্ত্রাসী বাহিনী তাদেরকেও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।
খবর পেয়ে মধুপুর সেনাক্যাম্পের সদস্যগন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করেন।
এদের মধ্যে মুন্নি, ছালাম এবং হামিদার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এঘটনায় বাদী হয়ে মারাত্মক ভাবে আহত মুন্নির বাবা আঃ মান্নান মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।