রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে দুর্নীতির ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এর অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বরিবার (২৩ মার্চ) দুপুরে জেলার উলিপুর উপজেলা চত্বরে, তবকপুর ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজনে করে। উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে আত্মসাৎ,দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে দ্রুত অপসারণ দাবি করেন। এসময় প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, মাহফুজার রহমান, ছাইফুল ইসলাম, রিপন মিয়া, মাজেদ মিয়া, সাদেকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি
প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।