ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিএসবি নিউজ
মার্চ ২৩, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশের আয়োজনে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮ম পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকা গণের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন ভাতা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি উক্ত মানববন্ধন পালিত হয়।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সহ: সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মাও: আশফাকুর রহমান(সাধারণ সম্পাদক)। আরও বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও: আব্দুল বাছেত, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, খতিব, কেয়ারটেকার সহ সংশ্লিষ্ট। সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে তাদের চাকুরী জাতীয় করণ করতে হবে। নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়), বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের আগে বেতন বোনাস প্রদান সহ প্রকল্প স্থায়ীকরণ এর দাবী উত্থাপন করেন। বক্তারা আরো বলেন, প্রকল্প কোনক্রমেই আউটসোর্সিং করা যাবে না। শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর, শিক্ষক শিক্ষিকা অসুস্থ কিংবা মৃত্যু বরণ করলে তহবিল গঠন সহ এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা করারও দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, সোমবার (২৪ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।