ডিএসবি নিউজ ডেস্ক:
কুমিল্লা দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত ‘সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে রমাদান উপলক্ষ্যে গ্রামবাসীদের মাঝে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, তাসবিহ, আতর, মেসওয়াক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা কাজী বশিরুল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, মো. নূর আলম ভূঁইয়া আলম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। আলোচনা শেষে গ্রামের মক্তবের শিশু শিক্ষার্থীসহ শতাধীক বয়স্কদের মাঝে বাংলা অর্থসহ কুরআন, তাসবিহ, আতর ও মেসওয়াক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মান্নান প্রধান, নূরুল ইসলাম প্রধান, শাহজালাল আখন্দ, ফারুক আখন্দ, মাসুম, ফারুক ও রাজু প্রধান প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।