ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে চার জনকে গণধোলাই, উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলায় ৩ পুলিশ সদস্য আহত

ডিএসবি নিউজ
মার্চ ২৫, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহিম আলী,

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ৪জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের গাড়ী ভাংচুর ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন সিংড়া থানার এএসআই হাসেম, কনস্টেবল কাউসার ও ইমাম।

এ ঘটনায় উদয় মিজান ও আদনান নামে সিংড়ার দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা সোহাগ, সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়ার সমন্বয়ক আদনানের নেতৃত্বে পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় রাতেই সেনাবাহিনীর সহায়তায় সিংড়া থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উদয় মিজান এবং আদনানকে আটক করে। ভবিষ্যতে কখনও এরকম কাজ করবে না মর্মে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চুরির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।