মোঃ মনিরুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ই মার্চ) উপজেলার পাথরডুবি ইউনিয়ন শাখার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মইদাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রইচ উদ্দিন বাদশা, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী খন্দকার, যুবনেতা মোঃ রফিকুল ইসলাম বকুল, মোঃ মতিয়ার রহমান মতি এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা সবাই দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি কামনা করে দোয়া করেন।