দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে সঙ্গে থাকা ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত আসামী উপজেলার ঢাকারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেক উকিলের ছেলে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের উকিল বাড়িতে এ অভিযান পরিচালনা করে। এতে মনির হোসেনের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেট থেকে ৪৪ পিছ ইয়াবা ট্যাবলেট পায় এবং তাকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন" সোমবার গভীর রাতে যৌথবাহিনী ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। ৮ এপ্রিল মঙ্গলবার মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।