মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার চাঁদগাও গ্রামের কানাডা প্রবাসী মোঃ আলাউদ্দিন মেম্বারের ছোট মেয়ে চাঁদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী মুবাসসিরা ইসলাম কুমিল্লা জেলায় অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম থান অর্জন করেন
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল এগারোটায় কুমিল্লা পিটিআই স্কুলে অংক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিনহা। অংক দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে দাউদকান্দি উপজেলার মুবাসসিরা ইসলাম প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রথম স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে কুমিল্লা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।