দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এবং দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদার এবং গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মোল্লার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন এর উদ্যোগে রবিবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর গোয়ালমারী বাজার মসজিদে তাদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ, তারা সকলে মহান আল্লাহতালার কাছে পরিপূর্ণ সুস্থতা কামনা করে কোরআনে কারীম পাঠ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।