মোঃ শরিফুল ইসলাম,
৫ আগষ্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসে থাকা বিএনপির অনেক নেতাকর্মীরাই দেশে চলে আসছেন কিন্তু তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার এক্ষেত্রে ভিন্ন।
সাম্প্রতিক সময়ে তিতাস উপজেলায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে যে হট্টগোল তৈরী হয়েছে তাতে বিএনপির নেতৃত্বের শূন্যতার অনুভূতি প্রকাশ পেয়েছে আর এই গুরুত্বপূর্ণ সময়েই প্রবাসে থাকা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে বরণ করার জন্য তিতাস উপজেলাসহ বিভিন্ন এলাকা থাকে প্রায় ২০০ গাড়িবহর নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে যায়।
পরে তাকে নেতাকর্মীরা ফুলের উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সালাউদ্দিন সরকার নেতাকর্মীদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন এবং হাত নেরে নেতাকর্মীদের ভালোবাসা প্রকাশ করেন। পরে বিমানবন্দর থেকে সালাউদ্দিন সরকার সরাসরি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর গুলশান বাসভবনে যায় এবং সেখানে ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।