মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোরের সিংড়া উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ৮টায় একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমীর প্রভাষক সাদরুল উলা, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফসহ নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মুসা ফেরদৌস ও পরিচালনা করেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম।