ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিয়েবাড়িতে রুটি নিয়ে মারামারি, ২ কিশোর নিহত

ডিএসবি নিউজ
মে ৭, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়েবাড়িতে কে প্রথম তন্দুরি রুটি খাবে তা নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। আর এই নিয়ে বিবাদের জেরেই শুরু হয় মারামারি। এতে দুই কিশোরই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৩ মে ভারতের উত্তর প্রদেশের আমেঠির এক গ্রামে অনুষ্ঠিত বিয়ের আসরে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, তান্দুরি রুটি কে আগে পাবে – এই নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের মধ্যে খাবার নিয়ে বিবাদ মারাত্মক রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায় রবি কুমার ওরফে কাল্লু (১৮) এবং আরেক কিশোর (১৭) তন্দুরি রুটি নিয়ে বাগবিতণ্ডা শুরু করে। কথা-কাটাকাটি ধীরে ধীরে হাতাহাতি ও লাঠিপেটায় রূপ নিলে উভয়েই গুরুতর জখম হন। নাবালক ঘটনাস্থলেই মারা যান, আর কাল্লুকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিয়ের আয়োজক রামজীবন বর্মা সংবাদমাধ্যমকে বলেন, সবাই ব্যস্ত ছিলাম, এমন সময় কেউ এসে জানাল দুজনের মধ্যে মারামারি হচ্ছে। আমরা ছুটে গেলে দেখি, দুই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুধু এক টুকরো রুটির জন্য এত বড় ট্র্যাজেডি!

গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা আখিলেশ বর্মা জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।