মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন আবারও প্রমাণ করে দিলেন তিনি জনগণের নেতা তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননা অন্যায়ের কাছে মাথা নত করেন না।
শুক্রবার (৯মে) বিকাল চারটায় দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদোয়ান ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মূল হোতা কামাল তালুকদার ও ডালিম তালুকদার পালিয়ে গেলেও ভেকুসহ ভেকু চালককে আটক করতে সক্ষম হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে বিচারকার্য শেষে রায় ঘোষণা করেন।
রায়ে ভেকু জব্দ করা হয় ভেকু চালককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েেছে। রায়ে বলা হয়েছে জরিমানার এক লাখ টাকা ব্যাংকে জমা ও মুচলেকা দিয়ে ভেকুসহ ড্রাইভারকে ছাড়িয়ে নিতে বলেন।
এদিকে জরিমানা থেকে বাঁচতে ৫নং ওয়ার্ড মেম্বার খায়ের, কামাল, ডালিম ও মিলন গয়েশপুর বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়ার বাড়িতে গিয়ে তদবির করেন কোনো সুরাহা করতে না পেরে ড. খন্দকার মারুফ হোসেন এর কাছে গেলে তিনি তা ঘৃণাভরে প্রত্যাখান করেন।
পরে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এর সাথে ছবি তোলার জন্য দাড়াঁলে ড. খন্দকার মারুফ হোসেন তাদেরকে তাড়িয়ে দেন এবং তাদের উদ্দেশ্য করে বলেন বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল এই দলে জুলুমবাজ আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। তিনি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না বলে অঙ্গিকার ব্যক্ত করেন।