শেখ মামুনুর রশীদ মামুনঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ট্যাপেনটাডল নামক নিষিদ্ধ ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন বাঘেরকান্দা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মোঃ আমিনুল কবির। তাঁর নেতৃত্বে এএসআই আমেনা বেগম, কনস্টেবল রাজু মিয়া, সাব্বির আহমেদ, আশরাফুল আলম পাপ্পু, সারোয়ার হোসেন নোমান, সালমান ফারসি এবং গাড়িচালক শরিফুল আলম সমন্বয়ে গঠিত একটি রেইডিং পার্টি এ অভিযানে অংশ নেন।
অভিযানে বাঘেরকান্দা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের বসতঘরে হানা দিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। তার ডান হাতে ধরা অবস্থায় থাকা একটি সিনথেটিক ব্যাগ থেকে ট্যাপেনটাডল ট্যাবলেট ২২ পিস এবং মাদক বিক্রির নগদ ২৩ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মোঃ আমিনুল কবির বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্যাপেনটাডল ট্যাবলেট সেবন ও বিক্রির সাথে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এমন কার্যক্রম আরও জোরদার করা হবে।