মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার অন্যতম সক্রিয় ইউনিট দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
৩০ জুন (সোমবার) বিকেল ৩টায় ইউনিয়নের পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জান সরকার; তিনি বলেন, “দলের শক্তি তৃণমূলে, তাই ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হবে।”
প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী; তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি। তরুণ নেতৃত্বকে এগিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া; উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম; উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ; দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার; উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার; উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন; ডাঃ শাহিদুল আলম বাবুল; কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন;
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী হেলাল ইসাক; এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মাস্টার।
এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর সাবেক ইউপি চেয়ারম্যান ও সভাপতি পদপ্রার্থী; মিয়া মোঃ শফিকুল ইসলাম; দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (কালাম); সোলেমান প্রধান; রফিক শেখ; সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শরীফুল ইসলাম লাল; আব্দুর রহিম; আবুল কালাম সিকদার; মিজান মুন্সী;
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সিনিয়র সাধারণ সম্পাদক ডিএম সাদ্দাম হোসেন।
সমাপনী বক্তব্যে মোঃ হেলাল ইসাক বলেন, “এত কষ্ট করে সম্মেলনে উপস্থিত হয়ে যাঁরা এ আয়োজনকে সফল করেছেন, আমি তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলন আমাদের নতুন প্রত্যয় ও দলকে সুসংগঠিত করার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। দলের প্রয়োজনে যেকোন কঠোর পরিস্থিতির মধ্যেও অতীতের মতো দলের পাশে থাকবো।"
উল্লেখযোগ্যভাবে, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির সম্ভাবনা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার এক ইতিবাচক ধারা তৈরি হয়েছে।