কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাদ পড়া প্রার্থীর অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি গঠনের পরপরই একদল উত্তেজিত কর্মী আহাম্মদ হোসেন তালুকদারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,
"ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।