মোঃ শরিফুল ইসলাম;
দাউদকান্দি উপজেলা বিএনপিতে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সংঘটিত এক হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান-এর অনুসারীরা নতুন কমিটিতে প্রভাব না রাখতে পারায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। বৃহস্পতিবার রাতে হঠাৎ অতর্কিত হামলায় আহাম্মদ হোসেন তালুকদার গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দলীয় নেতারা বলছেন, কমিটি গঠনে স্বচ্ছতা ও তৃণমূলের মতামত উপেক্ষা করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নেতৃত্বের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।