ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত—হারিসুরের সাংবাদিকতা স্বীকৃতি

ডিএসবি নিউজ
জুলাই ৭, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: মোঃ আনজার শাহ

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে অবশেষে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গর্বিত সন্তান, মোঃ হারিসুর রহমান। তাকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত এবং নিবন্ধন নং ৯৫০৭৪-ভুক্ত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের একমাত্র সাংবাদিক সংগঠন, যার শাখা রয়েছে দেশের প্রতিটি বিভাগ, জেলা, মহানগর ও উপজেলায়। এই বৃহৎ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে হারিসুর রহমানের অন্তর্ভুক্তি তৃণমূল সাংবাদিকতার জন্য এক অনন্য প্রাপ্তি।

সাংবাদিক হারিসুর রহমান পেশাগত জীবনে ছিলেন দৈনিক বরুড়া কণ্ঠ-এর সহকারী সম্পাদক, সাপ্তাহিক নীরিক্ষণ-এর ব্যবস্থাপনা সম্পাদক এবং দৈনিক জাতীয় অর্থনীতি-র সিনিয়র স্টাফ রিপোর্টার। পাশাপাশি তিনি দৈনিক আজকালের সংবাদ, দৈনিক বাংলাদেশ সমাচার-এর কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি দৈনিক সংবাদ সারাদেশ-এর সম্পাদক এবং অনলাইন কুমিল্লা বুলেটিন-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও তিনি সুপরিচিত। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন।

তার এই কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশের সাংবাদিক সমাজ তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন। এটি শুধু একজন সাংবাদিকের নয়, বরং তৃণমূল পর্যায়ের সাংবাদিকতার প্রতি জাতীয় স্বীকৃতির প্রতীক হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।