ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে; আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডিএসবি নিউজ
জুলাই ৮, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে; আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিছিয়ে থাকা হত-দরিদ্র পরিবারের শিশুদের জীবনে রুপান্তরমূখী উন্নয়ন ও পরিপূর্ণতা আনয়নের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, গ্রাম উন্নয়ন সোসাইটি, স্থানীয় সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুব ফোরামসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে অংশীদারের ভিত্তিত্বে শিশু কল্যানমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৮ জুলাই (মঙ্গলবার) কুড়িগ্রাম সদর উপজেলার ১০০ শিশু ও যুব প্রতিনিধিদের নিয়ে অভিনন্দন কমভেনশন সেন্টারে আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশন এর আয়োজন করেছে। যার অন্যতম লক্ষ্য হলো শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে; দিকনির্দশনা, উৎসাহ প্রদান, এবং স্বপ্ন পূরণে সহযোগিতা ও নিয়মিত তদারকি করা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এর এপি ম্যানেজার
প্রেরণা চিসিমি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদরের উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা
মো: আজগর আলী ও মো: গোলাম মোস্তফা, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা, কুড়িড়গ্রাম সদর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম এপি’র সঞ্জীব গাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডী, প্রোগ্রাম অফিসার, মনি দিও, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার, জেমস্ উজ্জল সিকদার, প্রোজেক্ট অফিসার-এসবিসি প্রোজেক্ট।

উল্লেখ্য, উক্ত আমার জীবন আমার স্বপ্ন বিষয়ক ওরিয়েন্টেশনে উপস্থিত ১০০ জন শিশু ও যুবক প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই স্বপ্ন পরিকল্পনা যাত্রায় যুক্ত হলাম, বাস্তবমূখী একটি স্বপ্ন তৈরি করবো এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা সুন্দর ভবিষৎ এর দিকে সফল ভাবে এগিয়ে যাবো। পাশাপাশি এলাকার অন্যান্য শিশু ও যুবদের সহযোগিতা করবো তাদের জীবনে স্বপ্ন তৈরিতে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে যা শিশু কল্যাণের ক্ষেত্রে ও শিশুদের পরিপূর্ণ জীবন গঠনে গুরুত্বপর্ণ অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।