মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দিতে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পন উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ জুলাই) সকালে উপজেলা প্রশাসন হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহাকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ও মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি অনলাইনের স্থানীয় প্রতিনিধি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা এনটিভির জম্মদিনে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি তার বক্তব্যে সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রিক গণমাধ্যম কর্মীরা।