দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং নগদ অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শহীদ সুলতান, দাউদকান্দি উপজেলার শুকিপুর গ্রামের শহীদ রিফাত, ঢাকারগাঁও গ্রামের মাহিন মুন্সি এবং তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবুর কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।