শেখ মামুনুর রশীদ মামুন | বিশেষ প্রতিনিধি:
রাত গভীর হলেও থেমে থাকেনি র্যাবের তৎপরতা। ১০ জুলাই ২০২৫, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী গ্রাম, ডুপিপাড়া নতুন বাজার এলাকা—এই নিরিবিলি স্থানে একঝটকায় ফেটে পড়ে র্যাব-১৪ এর গর্জন। র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। শুধু তাই নয়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে বাহিনীটি। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মোঃ আঃ মালেক (৪০), পিতা-মৃত আঃ হাসেম। শাহজাহান খান (৪৫), পিতা: ফাইজ উদ্দিন খান —উভয়ের বাড়ি ছনখোলা, চুনারুঘাট, হবিগঞ্জে। আবু রাহাত (৩৫), পিতা- হোসেন আলী। মোঃ উজ্জল মিয়া (৪০), পিতা- মৃত সিরাজ আলী —উভয়ের বাড়ি সুতিয়াখালী, কোতোয়ালী, ময়মনসিংহে।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা ঘুরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামতসহ আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদকচক্র!
দেশে যখন শিক্ষার্থী, যুবসমাজ এবং শ্রমজীবীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার সংগ্রামে ব্যস্ত, তখন একটি কুচক্রী মহল মাদকের ভয়াবহ ফাঁদ পেতে রাখছে সমাজের প্রতিটি কোণে। একে রুখতে না পারলে সামনে আসতে পারে ভয়াবহ সামাজিক বিপর্যয়। মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে সন্তান, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে রক্ষায় এখনই সময় জেগে ওঠার। মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই ভয়াবহ ব্যাধিকে রুখে দেওয়া সম্ভব নয়। র্যাবের অভিযান প্রশংসনীয়, কিন্তু পর্যাপ্ত নয়
এই সফল অভিযান র্যাবের পেশাদারিত্ব ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে প্রশ্ন থেকে যায়—এই মাদকচক্রের পেছনে থাকা মূল হোতারা কোথায়? কারা দিচ্ছে তাদের আশ্রয়-প্রশ্রয়? কবে ধরা পড়বে গডফাদাররা? এখন সময়, কেবল মুখে নয়—কাজে প্রমাণের। নইলে এই জাতি এক দিন চোখের সামনেই হারাবে তার সম্ভাবনাময় ভবিষ্যৎ। সাংবাদিক সমাজের দাবি-এই ঘটনার সর্বোচ্চ তদন্ত ও মূলহোতাদের আইনের আওতায় আনা হোক-মাদক নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত হোক-প্রতিটি উপজেলায় গড়ে তোলা হোক মাদক প্রতিরোধ কমিটি।