দাউদকান্দি প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫, বুধবার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবল বর্ষণ উপেক্ষা করে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলে দলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দাউদকান্দি বাজার এলাকায় এক পর্যায়ে তা রূপ নেয় এক বিশাল গণজমায়েতে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই সর্বপ্রথম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে একদফা আন্দোলনের ঘোষণা দেন। কিন্তু কিছু দল সেই ঐক্য থেকে সরে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এর ফলে খুনি হাসিনার দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজ গোপালগঞ্জে এনপিপির উপর হামলাও তারই একটি প্রমাণ। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।"
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার।
এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও ১৫টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। বৃষ্টির কারণে মিছিল কিছুটা বিলম্বিত হলেও নেতাকর্মীদের মনোবলে কোনো ভাটা পড়েনি। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।