মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং সাবেক সফল চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদারের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হাজার হাজার এলাকাবাসী স্বতপূর্তভাবে অংশগ্রহণ করেন।
৩ জুলাই বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দাউদকান্দি গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক আহাম্মদ হোসেন তালুকদারের মাথা ফাটালেন সদ্য ঘোষিত কমিটি ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকগোষ্ঠীর কর্মীবৃন্দরা। তারা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনার প্রতিবাদে ১৯ জুলাই শনিবার গোয়ালমারী ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে গোয়ালমারী বাজারে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় ভুক্তভোগী কৃষকদল নেতা আহাম্মদ হোসেন তালুকদার বলেন, এ হামলা আমার উপর নয়, এটি গণতন্ত্রের উপর হামলা। রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে এখন অস্ত্রের ভাষায় আমাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।
সভায় আরও বক্তব্য রাখেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা রোমান খন্দকার , বিএনপি নেতারা দুলাল, বিএনপি নেতা আতিক, বিএনপি নেতা মাহবুব মজুমদার , বিএনপি নেতা সালে মুসা, বিএনপি নেতা জাকির হোসেন, গোয়ালমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা মুকুল শিকদার, যুবদল নেতা ফয়সাল, যুবদল নেতা খোকন শিকদার ,যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা সৌরভ, যুবদল নেতা মানিক মোল্লা ,ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ, যুবদল নেতা ফয়েজ ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন, যুবদল নেতা হানিফ মিয়াজি।
বক্তারা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান।
প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলবী, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন তালুকদার, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার ও ইউনিয়নেরবিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।