ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ড. খন্দকার মারুফ হোসেনের গভীর শোক ও সমবেদনা

ডিএসবি নিউজ
জুলাই ২২, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি:

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এক শোকবার্তায় তিনি বলেন, “আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা গভীরভাবে শোকাহত। অনেকগুলো পরিবার হারিয়েছে তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে, শিক্ষকরা হারিয়েছেন আদরের শিক্ষার্থীদেরকে, বন্ধুরা হারিয়েছে প্রিয় মুখগুলোকে, আর আমাদের প্রিয় স্বদেশ হারিয়েছে সম্ভাবনাময় ভবিষ্যৎকে। মাইলস্টোন স্কুলের নিষ্পাপ ছোট প্রাণগুলোর এই মর্মান্তিক বিদায়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিঃশব্দে, আমরা নির্বাক, নিস্তব্ধ।”

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আর যারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন—তাদের আত্মার মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অসহনীয় বেদনা সহ্য করার শক্তি দেন। আমীন।”

উল্লেখ্য, রোববার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ে। এতে শিক্ষার্থীসহ ৫০ অধিক আহত হন এবং ২৫ শিক্ষার্থীসহ ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনাটি গোটা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।