মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা):
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়া প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন উদ্দিন।
এক শোকবার্তায় তিনি বলেন, "আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত, আমরা গভীরভাবে শোকাহত। অনেকগুলো পরিবার হারিয়েছে তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে, শিক্ষকরা হারিয়েছেন আদরের শিক্ষার্থীদেরকে, বন্ধুরা হারিয়েছে প্রিয় মুখগুলোকে, আর আমাদের প্রিয় স্বদেশ হারিয়েছে সম্ভাবনাময় ভবিষ্যৎকে। মাইলস্টোন স্কুলের নিষ্পাপ ছোট প্রাণগুলোর এই মর্মান্তিক বিদায়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিঃশব্দে, আমরা নির্বাক, নিস্তব্ধ।"
তিনি আরও বলেন, "এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর যারা চলে গেছে—তাদের জন্য চোখ ভেজা ভালোবাসা ও অন্তরের গভীর থেকে প্রার্থনা। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাদের পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমীন।"
উল্লেখ্য, রোববার দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় স্কুল চলাকালীন সময়ের ভেতরে শিক্ষার্থীসহ শতাধিক গুরুতর আহত হন এবং ২৭ জনের প্রাণহানি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।