মোঃ শরিফুল ইসলাম | বুধবার, ২৩ জুলাই ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “দেশ বাঁচাতে এখন রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।” তিনি বলেন, “সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পরাজিত অপশক্তি। এরা ষড়যন্ত্রের মাধ্যমে জাতির শান্তি, গণতন্ত্র ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়।”
আজ এক বিবৃতিতে ড. মারুফ হোসেন বলেন, “এখন দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আমরা বিভক্ত থাকি, তাহলে জাতি আরেকটি ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে পারে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতে যেসব পরাজিত চক্র জনগণের অধিকার হরণ করেছিল, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। এদের প্রতিহত করতে ঐক্যই হচ্ছে আমাদের প্রধান অস্ত্র।”
বিবৃতির শেষে তিনি দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এ ঐক্য আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।