দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি, ২৫ জুলাই:
বাংলাদেশ সাংবাদিক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৬টায় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ওমর ফারুক মিয়াজী এবং পরিচালনায় ছিলেন উপদেষ্টা মন্ডলীর আরেক সদস্য মোঃ সাহাব উদ্দিন।
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১. কমিটির কোনো সদস্য পরপর তিনবার সভায় অনুপস্থিত থাকলে তাকে কারণ দর্শাতে হবে। ২. প্রতিটি সভায় রেজিস্ট্রার সংরক্ষণ করতে হবে। ৩. সমিতির গ্রুপে ব্যক্তিগত ছবি, ভিডিও, নিউজ বা সমিতির স্বার্থবিরোধী কোনো পোস্ট নিষিদ্ধ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় উপজেলা বিল্ডিংয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ কামরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দফতর সম্পাদক রাজিব হোসেন জয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম এবং কার্যকরী সদস্য মোঃ আবু হানিফ।