ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পশ্চিম মাইজপাড়া খাল পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

ডিএসবি নিউজ
জুলাই ২৮, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 দাউদকান্দি প্রতিনিধি

দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসন এবং মশা-মাছির প্রজননক্ষেত্র ধ্বংসে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ‘ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’। শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস. এম. মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি, অর্থ বিষয়ক সম্পাদক রোমান মিয়াজি ও কবির হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “জলাবদ্ধতা এবং মশা-মাছিজনিত রোগ প্রতিরোধে এমন উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয়দের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।”

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বলদা খালের বর্জ্য অপসারণ কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।