দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসন এবং মশা-মাছির প্রজননক্ষেত্র ধ্বংসে খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ‘ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’। শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস. এম. মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি, অর্থ বিষয়ক সম্পাদক রোমান মিয়াজি ও কবির হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “জলাবদ্ধতা এবং মশা-মাছিজনিত রোগ প্রতিরোধে এমন উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয়দের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।”
পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বলদা খালের বর্জ্য অপসারণ কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।