ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইলিয়টগঞ্জে ধানসিঁড়ি ও ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ডিএসবি নিউজ
জুলাই ৩০, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

ইলিয়টগঞ্জে ধানসিঁড়ি ও ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (তারিখ উল্লেখ করুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাইমা ইসলাম। এ সময় তিনি বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়নের মধ্য দিয়েই একটি সুন্দর, বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব। এই ধরনের সামাজিক উদ্যোগ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম, ধানসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি আসিফ কবির ও মো. নুরুজ্জামান, অর্থ সম্পাদক রোমান মিয়াজি, পরিবেশ কর্মী কবির হোসেন, সমাজকর্মী তমিজ উদ্দিন এবং খান মোহাম্মদ শান্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে ইলিয়টগঞ্জ বাজার ও মহাসড়কের আশপাশের এলাকাগুলো পরিষ্কার করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে পরিবেশবান্ধব ও সমাজকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।