ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কলমই সাংবাদিকতার আসল শক্ত

ডিএসবি নিউজ
জুলাই ৩১, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদকর্মী কেবল সংবাদ সংগ্রাহক নন, তিনি রাষ্ট্র ও সমাজের এক অক্লান্ত প্রহরী। তার প্রকৃত শক্তি কোনো ক্ষমতার আসন বা প্রভাবশালী অবস্থান নয়, বরং সততা, দেশপ্রেম, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কলম, রাষ্ট্রের প্রতি গভীর দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠা।

একজন সংবাদকর্মী জানেন—প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কেবল তথ্য পরিবেশন নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার জন্য এক অবিচল অঙ্গীকার। নিরলস পরিশ্রম ও সাহসী অনুসন্ধানের মাধ্যমে তিনি সত্য উদঘাটন করেন, যা প্রায়শই কঠিন, ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী হতে পারে। তবুও রাষ্ট্র ও সমাজের স্বার্থে নিজের সেরাটা বিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই সংবাদকর্মী অর্জন করেন গভীর আত্মতৃপ্তি ও আত্মপ্রত্যয়ের অনুভূতি।

কিন্তু এই পথ কখনওই সহজ নয়। সত্য প্রকাশের লড়াইয়ে সংবাদকর্মীদেরকে প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় ভয়ভীতি, হুমকি, সামাজিক অবমূল্যায়ন কিংবা ক্ষমতাবানদের রোষ। অনেকসময় তাদের শত্রুর চোখে দেখা হয়, অথচ তাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের আস্থা প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।

তবুও, এসব প্রতিকূলতা সংবাদকর্মীর অগ্নিশক্তিকে দমিয়ে রাখতে পারে না। প্রতিটি অন্যায় তাকে আরও প্রতিবাদী করে তোলে, প্রতিটি অবিচার তার কলমকে আরও ধারালো করে। প্রদীপের শিখার মতো সংবাদকর্মীর সত্যনিষ্ঠা যত দমিয়ে রাখা হয়, ততই তা জ্বলে ওঠে। কারণ তিনি জানেন—সত্যকে কোনোদিন রুদ্ধ করা যায় না।

এখানেই রাষ্ট্র ও সমাজের বড় দায়িত্ব। সংবাদকর্মীকে শত্রু নয়, সহযোগী হিসেবে দেখা উচিত। তাদের কাজকে সন্দেহ নয়, ইতিবাচক সমর্থন ও ধৈর্যের সঙ্গে মূল্যায়ন করা একজন সুনাগরিকের দায়িত্ব। সংবাদকর্মীর কলমকে অবরুদ্ধ করা মানে গণতন্ত্র ও ন্যায়ের মূল সত্তাকে আঘাত করা।

একজন সংবাদকর্মী ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তাই সংবাদকর্মীর শক্তিকে সঠিকভাবে সম্মান জানানো মানে রাষ্ট্রকে আরও ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী করে তোলা।

সংবাদকর্মীর শক্তি হলো তার সত্যনিষ্ঠা, তার কলম, তার অটল দায়িত্ববোধ। আর এই শক্তি যত বেশি বাধার সম্মুখীন হয়, ততই প্রদীপের শিখার মতো আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে।

শেখ মামুনুর রশীদ মামুন:
বিশেষ প্রতিনিধি,ময়মনসিংহ ও নেত্রকোনা অঞ্চল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।