ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

ডিএসবি নিউজ
আগস্ট ৯, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি

গাজীপুরে প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় দাউদকান্দি পৌর সদরের শহীদ রিফাত পার্কে এ কর্মসূচির আয়োজন করেন দাউদকান্দির স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনা শুধু একজন সংবাদকর্মীকে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এবং মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

এছাড়া নিহত সাংবাদিকের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান, সারাদেশে সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ আইন প্রণয়ন এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে জাতীয় সুরক্ষা কাঠামো আইন বাস্তবায়নের আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—
সেলিম আহমেদ (দৈনিক ইনকিলাব), হানিফ খান (নয়া দিগন্ত), শামীম রায়হান (দৈনিক জনকণ্ঠ), জাকির হোসেন হাজারী (দেশ রূপান্তর), মোহাম্মদ আলী শাহীন (আমাদের সময়), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), হোসাইন মোহাম্মদ দিদার (বাংলাদেশ টুডে), শরীফ প্রধান (দৈনিক ইত্তেফাক), লিটন সরকার বাদল (খবরের কাগজ), মোঃ শরিফুল ইসলাম (সকালের সময়), মাসুম বিন ইদ্রিস (আনন্দবাজার), মোঃ শাহাবুদ্দিন (মোহনা টিভি), তৌফিক রুবেল (দৈনিক সংগ্রাম), শাহাবুদ্দীন (দৈনিক কালবেলা), রাজীব হোসেন জয় (নিরপেক্ষ), আহনাফ তিহামী প্রমুখ।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন ধরে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তারা এক কণ্ঠে ঘোষণা দেন— “সাংবাদিকদের রক্তের বিনিময়ে সত্য লুকানো যাবে না, ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।