ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ৩-৪ বছর ধরে বন্ধ কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম, “সোলিড টিম বাংলাদেশের” পক্ষ থেকে দাবি পুনরায় চালুর

ডিএসবি নিউজ
আগস্ট ১০, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিংস্র ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ।

জানা যায়, “সোলিড টিম বাংলাদেশ” একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন যা সরকারি, বেসরকারি, এনজিও, অরাজনৈতিক ব্যক্তি ও নিজেদের সহায়তায় সামাজিক, মানবিক, মৌলিক অধিকার রক্ষা ও কর্মসংস্থানমূলক জনকল্যানে অন্যান্য কাজ করে থাকে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে “সোলিড টিম বাংলাদেশ”-এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর সাত দফা দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন। তাদের দাবিগুলো হলো— ১. উপজেলা জুড়ে হিংস্র ও বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রনের জন্য জরুরি অভিযান পরিচালনা। ২. আক্রমণপ্রাপ্ত মানুষ ও প্রাণীদের জন্য বিনামূল্যে রেবিস প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ ও প্রয়োগ। ৩. কুকুরের আক্রমণে নিহত বা আহত ব্যক্তিদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত গবাদি পশুর মালিকদের দ্রুত সরকারি তহবিল থেকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান। ৪. দীর্ঘমেয়াদী সমাধানের জন্য উপজেলা পর্যায়ে “পশু নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি” চালু করা। ৫. কুকুরের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানো। ৬. স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত রাখা। ৭. স্কুল ও জনসমাগম স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ।

তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন কোথাও না কোথাও শিশু, বৃদ্ধ, নারী ও পথচারী কুকুরের আক্রমণে আহত হচ্ছেন। মানুষ ছাড়াও গরু, ছাগল ও হাঁস-মুরগিও এই আক্রমণের শিকার হচ্ছে। এতে বহু পরিবার জীবিকার একমাত্র উৎস হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে।

স্থানীয়রা জানান, ইতোমধ্যেই একাধিক শিশু ও বৃদ্ধ কুকুরের কামড়ে আহত হয়েছেন। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন, যাতে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত থাকে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “জননিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামান বলেন, “কুকুর নিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রমের জন্য আমরা প্রস্তুত আছি। প্রয়োজনীয় অনুমোদন ও সহায়তা পেলে মাঠ পর্যায়ে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “রেবিস প্রতিরোধী ভ্যাকসিন মজুত নেই, জেলায় চাহিদা প্রেরণ করা হয়েছে। প্রায় ৩-৪ বছর পূর্বে প্রাণিসম্পদ অফিস থেকে কুকুর নিয়ন্ত্রণ করা হলেও বর্তমানে করা হয়নি, যা নিয়ন্ত্রণ করা জরুরি। আক্রান্ত রোগীকে তাৎক্ষণিক হালকা গরম পানি ও সাবান দিয়ে ১৫ মিনিট ধুতে হবে এবং অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।