মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ সংসদীয় আসনে দাউদকান্দির সাথে তিতাস উপজেলাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখা। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি, কুমিল্লা-১ আসনে দলীয় প্রার্থী এবং দাউদকান্দির কৃতি সন্তান মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিকী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, তিতাস উপজেলা সভাপতি মাওলানা নূরুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-১ আসন পূর্বনির্ধারিত থাকলেও সরকার তিতাস উপজেলাকে কুমিল্লা-২ (হোমনা)-এর সাথে এবং মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ (দাউদকান্দি)-এর সাথে সংযুক্ত করেছে। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এ সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয়। মেঘনা উপজেলার সাথে দাউদকান্দির কোনো সড়ক যোগাযোগ নেই। ভোটার সংখ্যার ভারসাম্য, উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিতাস উপজেলাকে কুমিল্লা-১ আসনে পুনর্বহাল করা জরুরি।”