ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই–আগস্ট ২০২৪ ছাত্রজনতার বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া, আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডিএসবি নিউজ
আগস্ট ১৭, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।

জুলাই–আগস্ট ২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় দাউদকান্দির গৌরীপুর গ্রীন লীফ কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রখ্যাত চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, “এই দেশের মানুষ জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করেছে। জুলাই–আগস্টের শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আমরা আন্দোলন–সংগ্রামে তাদের রক্ত বৃথা যেতে দেব না।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি সাংগঠনিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “জাসাসের কর্মীরা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সঙ্গীতজ্ঞ ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাকসুদুর রহমান টিটু।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোঃ কামাল পারভেজ ডালিম এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার। বিশেষ আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

দোয়া মাহফিলে জুলাই–আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যায়নি, তাদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তি যোগাবে। এ সময় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আহতদের একজনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।