চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে স্থানীয়রা সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাংলা বাজার এলাকায় বিক্ষোভ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা পিআইওকে অবিলম্বে অপসারণ করে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তব্য দেন—মোঃ হাবিবুর রহমান হাবিব (যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল), মোঃ মেহেদী মল্লিক (যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল), এম.এম আবু বক্কর (সভাপতি প্রার্থী, মতলব উত্তর উপজেলা ছাত্রদল), রাহাত সরকার, সাকিব, মাহিবী, স্থানীয় বাসিন্দা মোঃ মতিন বেপারী, সবুজ প্রধান, মোঃ আরাফাত, সাব্বির, পারভেজ, আসমা আক্তার, সুমি আক্তারসহ অনেকে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেলিম খান কোটি টাকার কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখালেও বাস্তবে মাত্র ২০-২৫ শতাংশ কাজ হয়েছে। স্কুল-কলেজ ভবন সংস্কার, রাস্তা মেরামত, সেতু নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে কাজ না করেও পূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কাবিখা ও টিআর কর্মসূচির অর্থায়নে সেলিম খান প্রভাবশালী মহল ও পিআইসিদের সাথে যোগসাজশ করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। চলতি অর্থবছরে বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়া সত্ত্বেও নিম্নমানের কাজ কিংবা নামমাত্র কাজ করে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে বরাদ্দ পাওয়া চাল ও গমের টনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ আদায় করা হচ্ছে, অথচ সরকারি পরিপত্রে এ ধরনের ভ্যাট বা আইটি কর্তনের কোনো বিধান নেই। এছাড়া সাইড ভিজিটের নামে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ নিয়মিত ঘুষ নেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, পিআইও সেলিম খান ব্যক্তিগতভাবে বিপুল সম্পদশালী হয়ে উঠেছেন। ঢাকার আফতাবনগরে ১০ কাঠা জায়গায় নির্মাণাধীন ১০ তলা ভবন, মোহাম্মদপুরে চারটি ফ্ল্যাটসহ বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।
বক্তারা বলেন, “সরকারি অর্থে জনগণের কল্যাণের জন্য বরাদ্দকৃত টাকায় ব্যক্তিস্বার্থ চরিতার্থ হচ্ছে। এতে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।”
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে পিআইও সেলিম খানকে মতলব উত্তর উপজেলা থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।