দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
দাউদকান্দি বাজার বণিক সমিতির সাবেক চেয়ারম্যান, দাউদকান্দি গ্রাম জামে মসজিদের সাবেক সভাপতি এবং দাউদকান্দি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হাজী ছিদ্দিকুর রহমান মুন্সী আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর প্রো-অ্যাকটিভ হাসপাতাল এন্ড কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শুক্রবার বাদ জুমা দাউদকান্দি পৌর শহীদ রিফাত পার্ক (ডাক বাংলা মাঠে) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার ছোট ছেলে রাহাত আহমেদ বাবু সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া বিএনপি নেতা রোমান খন্দকার, সাবেক কমিশনার বিল্লাল হোসেন সুমন খন্দকার এবং বিএনপি নেতা শাহাদাৎ হোসেন সাকু তালুকদার (মরহুমের জামাতা) মরহুমের জন্য দোয়া চেয়েছেন।
মরহুম হাজী ছিদ্দিকুর রহমান মুন্সীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।