মোঃ শরিফুল ইসলাম,
লন্ডন সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সাক্ষাৎকালে তারা একান্তে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনের ধারা ও গণতন্ত্র পুনরুদ্ধারের করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ আমার জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় মুহূর্ত। তিনি সবসময় দেশ ও দলের কল্যাণে ভাবেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
এ সময় ড. খন্দকার মারুফ হোসেনও অভিন্ন অনুভূতি প্রকাশ করে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে আন্তরিকতা ও মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন তা ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম আরও বেগবান হবে।