মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি |
কুমিল্লার দাউদকান্দির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মহসিন উদ্দিন গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎসায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রাসেল রাফি, আতিকুল ইসলাম সুমন। এছাড়া অবিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কাজী বাহাউদ্দীন, মাওলানা আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা দাতা সদস্য মোঃ আবু সায়েম মিয়াজী, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম ও মোঃ কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসীমউদ্দিন মিয়াজী। সভায় সর্বসম্মতিক্রমে হাজী মোঃ ওয়ালি উল্লাহ তালুকদারকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এবং ডাঃ মোঃ শাজাহানকে কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।
পরে নবগঠিত কমিটির সদস্যরা প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদ্রাসার চারপাশ ঘুরে দেখেন এবং পরিত্যক্ত জায়গাগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে মতামত দেন সভাপতি মহসিন উদ্দিন গাজী।
এদিন মাদ্রাসায় নবযোগদানকৃত ৬ শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সভাপতি। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসীমউদ্দিন মিয়াজী।
সভায় মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।