দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি ॥
দাউদকান্দি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি, দাউদকান্দি বাজার বণিক সমিতির সাবেক চেয়ারম্যান, দাউদকান্দি গ্রাম জামে মসজিদের সাবেক সভাপতি এবং দাউদকান্দি মডেল থানার সাবেক সেক্রেটারি মরহুম হাজী ছিদ্দিকুর রহমান মুন্সীর কুলখানি শনিবার (৩০ আগস্ট) সকালে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর প্রো-অ্যাকটিভ হাসপাতাল এন্ড কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার বাদ জুমা দাউদকান্দি পৌর শহীদ রিফাত পার্ক (ডাক বাংলা মাঠে) তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ অংশ নেন। পরে তাকে দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে রাহাত আহমেদ বাবু বাবার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া বিএনপি নেতা রোমান খন্দকার, সাবেক কমিশনার বিল্লাল হোসেন সুমন খন্দকার এবং বিএনপি নেতা শাহাদাৎ হোসেন সাকু তালুকদার (মরহুমের জামাতা) মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।
মরহুম হাজী ছিদ্দিকুর রহমান মুন্সীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক সফর তালুকদার, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কুলখানিতে অংশগ্রহণ করেন।
— মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।