নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) এ অভিযানে তিনটি মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদোয়ান ইসলাম।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তার সাথে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও নাছরীন আক্তার জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক থেকে ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।
এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।