ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অভিযান: অর্ধ কেজি গাঁজাসহ আল আমিন আটক, ইয়াবাসহ রুহুল আমিন পলাতক

ডিএসবি নিউজ
আগস্ট ৩১, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের একটি দল পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হলেও অপর অভিযানে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকেলে  কোতোয়ালি মডেল থানাধীন চক ছত্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় মোহাম্মদ আল আমিনের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে হাতেনাতে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
একই দিন বলাশপুর আবাসন এলাকার নদীর পাড়ে রুহুল আমিনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও রুহুল আমিনকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান দুটি পরিচালনা করেন ইন্সপেক্টর আমিনুল কবির। এ সময় উপস্থিত ছিলেন সিপাহী রাজু মিয়া, ড্রাইভার শরিফুলসহ টিমের অন্যান্য সদস্যরা। গ্রেফতারকৃত আল আমিন ও পলাতক রুহুল আমিনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।