ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় কুমিল্লা-১ আসনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশে বিএনপির বিজয় মিছিল ও আনন্দ উৎসব

ডিএসবি নিউজ
সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন ভাগাভাগি হবে কি না—এ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে বিএনপির অভ্যন্তরে বিষয়টি ছিল ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে এ বিতর্কের অবসান ঘটায়।

প্রকাশিত গেজেটে মেঘনা ও দাউদকান্দিকে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটে।

বিজয় মিছিল

গেজেট প্রকাশের পরদিন শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মেঘনায় এক বিজয় মিছিল বের করা হয়। মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রমিজ উদ্দিন লন্ডনীর নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মানিকারচর এল.এল. উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন মো. রমিজ উদ্দিন (লন্ডনী)। তিনি বলেন, “স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. মোশাররফ হোসেন স্যারকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাতে চাই, তাঁকে মন্ত্রীর আসনে দেখতে চাই।”

তিনি আরও বলেন, আসন ভাগাভাগি নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তাতে তৃণমূল বিএনপির রাজনীতি বিভক্ত হওয়ার শঙ্কা ছিল। গেজেট প্রকাশের মাধ্যমে সেই অনিশ্চয়তা কেটে গেছে। এখন মেঘনা-দাউদকান্দি এক আসনে থাকায় বিএনপি আরও সুসংহতভাবে কাজ করতে পারবে।

এ সময় তিনি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার রাজনৈতিক মতাদর্শের সমালোচনা করে বলেন, “রাজনীতি করতে হলে আওয়ামী লীগের লোকজনকে বাদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্ব মেনে চলতে হবে।”

আনন্দ উৎসব

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেঘনা উপজেলা চত্বরে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিল ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান) গরু জবাই করে আপ্যায়নের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো উপজেলা চত্বরে।

উপস্থিত নেতৃবৃন্দ

বিজয় মিছিল ও আনন্দ উৎসবে আরও উপস্থিত ছিলেন— মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান (মিজান), সলিমুল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মো. হাবীব মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান, মো. দিদার মেম্বার, আব্দুল কাদের, মো. বাবুল হোসেনসহ আরও অনেক স্থানীয় নেতা-কর্মী।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গেজেট প্রকাশের মাধ্যমে মেঘনা-দাউদকান্দির রাজনীতিতে নতুন গতি এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখন আরও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।