ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নামেই বিভাগ চাই : যুব পরিষদ কুমিল্লা গঠিত

ডিএসবি নিউজ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

কুমিল্লা প্রতিনিধি:
“কুমিল্লা নামেই বিভাগ চাই”—এ দাবিকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লার তরুণ সমাজকে আন্দোলনে সক্রিয় করতে যুব পরিষদ কুমিল্লা নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কুমিল্লা শহরের মুক্তিযোদ্ধা কর্ণার টাউন হলে নাগরিক পরিষদ কুমিল্লার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ সংগঠন ঘোষিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুবনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ কুমিল্লার আহ্বায়ক ড. শাহ মো. সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের সদস্য সচিব সাজ্জাদুল কবির, সমন্বয় কমিটির সদস্য মিয়া মো. তৌফিক, গোলাম মুহাম্মদ সামদানী, গাজী রেজাউল কবির মেজবাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে বোরহান উদ্দিন ভূঁইয়াকে আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট যুব পরিষদ কুমিল্লার কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে এস এম মিজান, হেলাল উদ্দিন তালুকদার, মো. মাসুদ রানা, মো. বিল্লাল হোসেন, এস এম মাখন, এডভোকেট রাসেল রাফি দায়িত্ব পান। আর সদস্য সচিব হিসেবে মনোনীত হন জুলাই যোদ্ধা রাসেল খান।

ড. শাহ মো. সেলিম তাঁর বক্তব্যে জানান, বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি—‘কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা’। এ দাবির অংশ হিসেবে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক পরিষদ কুমিল্লা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। ওই কর্মসূচি সফল করার লক্ষ্যে যুব পরিষদের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কুমিল্লার মানুষ তাদের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারক ‘কুমিল্লা’ নামকে বাদ দিয়ে অন্য কোনো নামে বিভাগ মেনে নেবে না। এ জন্য থানা পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রসমাজসহ সর্বস্তরের যুবসমাজকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লার মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে যুব সমাজই হবে প্রধান চালিকাশক্তি। যুব পরিষদের নেতৃত্বে আন্দোলন আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।