শেখ মামুনুর রশীদ মামুনঃ
ময়মনসিংহ নগরীতে আবারও পুলিশের অভিযানে ধরা পড়লো আলোচিত মাদক ব্যবসায়ী ফরহাদ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালী মডেল থানার ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস নেশাজাতীয় ইনজেকশন। পুলিশ জানায়, ফরহাদ দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। মাদকবিরোধী অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা ইনচার্জ আবুল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ফরহাদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”এলাকাবাসীর অভিযোগ,মাদকসেবী ও ব্যবসায়ীদের কারণে নগরীর শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে। তারা ফরহাদের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে আদালতে দ্রুত বিচার দাবি করেছেন।বিশ্লেষকরা মনে করছেন, শুধু গ্রেপ্তার নয়—মাদকের মূল উৎস ও গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না গেলে শহরকে মাদকমুক্ত করা সম্ভব হবে না।