মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি চার দিনব্যাপী ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় শ্রীরায়েরচর বাজারে পদুয়া ও পাচগাছিয়া ইউনিয়ন বিএনপির অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। একই দিন বিকাল ৫টায় গোয়ালমারী ইউনিয়নের গোয়ালমারী বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হবে।
২৭ সেপ্টেম্বর শনিবার, সকাল ১০টায় ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা বাজার, দুপুর ১২টায় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইলিয়টগঞ্জ বাজার, বিকাল ৩টায় সুন্দলপুর ইউনিয়নের শহীদনগর বাজার, এবং বিকাল ৫টায় সুন্দলপুর বাজারে লিফলেট বিতরণ করা হবে।
২৮ সেপ্টেম্বর রবিবার, সকাল ৯টায় মারুকা ইউনিয়নের চক্রতলা বাজার, সকাল ১০টায় বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজার, দুপুর ১২টায় দৌলতপুর ইউনিয়নের পালের বাজার, বিকাল ৩টায় মোহাম্মদপুর ইউনিয়নের মলয় বাজার, এবং বিকাল ৫টায় মালিগাঁও ইউনিয়নের কালসোনা বাজারে কর্মসূচি পালিত হবে।
শেষ দিনে, ২৯ সেপ্টেম্বর সোমবার, সকাল ১১টায় গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজারে এবং বিকাল ৪টায় দাউদকান্দি পৌরসভার দাউদকান্দি বাজারে কর্মসূচি সমাপ্ত হবে।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের সার্বিক কল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। দাউদকান্দির প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় আমরা জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দেব। জনগণ পরিবর্তন চায়, আমরা তাদের সেই প্রত্যাশার কথা তুলে ধরব।”
উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা জানান, চার দিনব্যাপী এ কর্মসূচি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং দাউদকান্দিতে নতুনভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবে।