ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. ইসলামিক
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চট্টগ্রাম
  12. ছড়া
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

ডিএসবি নিউজ
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে দাউদকান্দি পৌরসভায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দাউদকান্দি পৌরসভায় এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আহমেদ সরকার, কমিশনার খন্দকার বিল্লাল হোসেন সুমন, কমিশনার সালাউদ্দিন, কমিশনার মোস্তাক আহমেদ, সাবেক যুবদল নেতা রোমান খন্দকারসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছে নিরাপদ। বিএনপি ক্ষমতায় গেলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

তিনি জামায়াতের উদ্দেশে বলেন, “একটি মহল নানা সময়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ফায়দা লুটতে চাইছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে। অথচ আমাদের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সঃ) নিজেও নিশ্চিত করে বলেননি যে তিনি জান্নাতে যাবেন। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের এই প্রবণতা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর।”

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার আদায়ের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা। এজন্য জনগণের কাছে এ কর্মসূচি পৌঁছে দেওয়া প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।

স্থানীয় বাজারে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন ড. খন্দকার মারুফ হোসেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।